• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দি অডেশাস্ এর কমিটি গঠন : সভাপতি পান্থ-সম্পাদক দুর্জয়

report71
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ
দি অডেশাস্ এর কমিটি গঠন : সভাপতি পান্থ-সম্পাদক দুর্জয়

নিজস্ব প্রতিবেদক
বরিশালের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিক সাঈদ পান্থকে সভাপতি ও দুর্জয় সিংহ জয়কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার নগরীর এসসিজিএম (চৈতন্য) মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে আরো রয়েছেন সহ সভাপতি পদে অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, সহ সাধারণ সম্পাদক পদে সৌরভ কর্মকার, অর্থ বিষয়ক সম্পাদক কিশোর রায়, সহ অর্থ বিষয়ক সম্পাদক শান্ত বালা, প্রচার ও দপ্তর সম্পাদক শুভ সিকদার, সহ প্রচার ও দপ্তর সম্পাদক সাকিবুল হক ধ্রুব, সাংস্কৃতিক সম্পাদক হৃদয় সিংগানিয়া, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জয় চন্দ্র দাস ও সহ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সাবরিনা আলম অর্মি। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো: রুম্মান, রিফাত খান, ফাতেমা শান্তা ও কাজী ইমতিয়াজ অমিত।

এই সংগঠনটি ২০১৭ সাল থেকে মাদক ও তামাক বিরোধী কার্যক্রম, পরিবেশ নিয়ে কার্যক্রম এবং সামাজিক ও সাস্কৃতিক নানা কার্যক্রম করে আসছে। ##