আপডেট: জানুয়ারি ২৮, ২০২১
সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ বৃহস্পতিবার বিকেলে মেহেন্দিগঞ্জ-উলানিয়া সড়কের খেজুরতলী নতুন গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, স্বপ্ন দেখে বাংলাদেশ স্বপ্ন পুরোন করে শেখ হাসিনা। শেখ হাসিনা কোন ওয়াদা করলে সেই ওয়াদা পুরোন করেন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এসময় সাংসদ পংকজ নাথ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন বরিশাল মহানগর যুবলীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম নিজাম, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।