১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

আপডেট: এপ্রিল ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

দৌলতখান প্রতিনিধি
ভোলার দৌলতখানে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে টেলি-কনফারেন্সের মাধ্যমে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।

সমম্বিত ব্যবস্থাপনায় মাধ্যমে কৃষি যান্তিকীকরন প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি (৭০% ভর্তুকি) মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াই,ঝাড়াইর জন্য এ কম্বাইন-হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এসময় ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল বলেন,‘ করোনা মহামারির এ সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়তে হচ্ছে। তাই সরকার (৭০%ভর্তকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন কৃষকের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিন এর চাবি তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ¦ মনজুর আলমখান। এছাড়াও এ উপজেলায় আরও তিনজন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার, উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network