১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

দৌলতখানে স্কুল পড়ুয়া ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট: এপ্রিল ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

দৌলতখান প্রতিনিধি

ভোলার দৌলতখানে টিউবওয়েলের পানি সরানোকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রুহল আমিন মিঝি ও তার ছেলে মাইনুউদ্দিনের বিরুদ্ধে। ওই ছাত্রী দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমানের মেয়ে । ঘটনাটি ঘটে গত শুক্রবার চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলাইমানের বাড়ীতে। ভুক্তভোগী স্কুল পড়ুয়া ছাত্রী ও তার বাবা নুর সোলাইমান জানান, ‘শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের টিউবওয়েলের পানি সরানোর (পাইভের) মুখে পাথর ও নারিকেলের ছোলা দিয়ে পানি সরানোর পথ বন্ধ করে দেয় অভিযুক্ত রুহল আমিন মিঝি। বিষয়টি অভিযুক্ত পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের অকত্য ভাষায় গালমন্দ করেন। এ সময় তার স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া ও জুবাইয়া অকত্য ভাষার প্রতিবাদ করলে তাদেকে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রুহল আমিন মিঝি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বর্তমানে ওই পরিবারকে নানান ভাবে হুমকি-ধমকি দিচ্ছেন অভিযুক্তরা। এদিকে সাংবাদিকরা সরে-জমিনে গেলে অভিযুক্ত রুহল আমিন পালিয়ে যান। এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network