২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয় রোটারেক্ট ক্লাব এর নতুন কমিটি গঠন

আপডেট: এপ্রিল ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অঙ্গনে বহুল পরিচিত সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর শাখা সংগঠন রোটারেক্ট ক্লাব অব বরিশাল বিশ্ববিদ্যালয় এর ২০২১-২২ রোটাবর্ষের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬ -১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটারেক্টর মো: শোভন খান ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৭ -১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটারেক্টর সাজিদুল মুঈদ নির্বাচিত হয়েছেন।

২০২০-২১ রোটাবর্ষের প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান সভাপতি রোটারেক্টর মুহসিনা রাইয়ান স্বাক্ষরিত তথ্যটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন রোটারেক্ট ক্লাব অব বরিশাল বিশ্ববিদ্যালয় চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর গাজী মোঃ মুয়ীদুল হক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর অমিত হাসান রক্তিম, পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর মো: জোবায়দুল ইসলাম আরিফ, বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্টদ্বয় রোটারেক্টর বাহাউদ্দিন কবির, রোটারেক্টর অয়ন সাহা মুন্না সহ বাকি সদস্যবৃন্দ।

সংগঠনটির সাবেক সভাপতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম জানান, রোটারেক্ট মূলত নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি কারার একটি যুব সংগঠন। যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব দানের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অংশ নেয়া হয়। আশা করি এই নতুন নেতৃত্ব সফল ভাবে রোটারেক্টের উদ্দেশ্য অর্জনে সক্ষম হবে।

উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং তাদের নতুন কমিটি এক বছরের জন্য আগামী পহেলা জুলাই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করবে।##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network