২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট: মে ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

গত ১ মে অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ বিডি ও ২ মে বরিশাল রিপোর্ট ২৪ ডটকম এ ‘বানারীপাড়ায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের আবেদন’ শিরোনামে দুইটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়। সেখানে আমাকে ভূয়া মুক্তিযোদ্ধা দাবী করে আমার সনদ ও সকল সুযোগ সুবিধা বন্ধ করার দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একটি আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে সেই আবেদনকারী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা নগেন মাষ্টার দাবী করেছেন এই আবেদন তিনি করেননি। কে বা কারা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধাকে হেও প্রতিপন্ন করার জন্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, আনোয়ার হোসেন মৃধা যে মুক্তিযোদ্ধা তা এলাকার কোন মুক্তিযোদ্ধারা জানে না। এমনকি বানারীপাড়ার মুক্তিযোদ্ধা সংসদের বেইজ কমান্ডার ও সাবেক কমান্ডার বেনী লাল দাস গুপ্ত এবং বানারীপাড়ার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ৩ নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো: হাচান বালীরও জানা নেই। মুলত আমি যুদ্ধকালীন সময়ে ভারতের সফিপুরে সুপায় ট্রেনিং করেছি মেজর জলিলের আওতায়। মুক্তিবার্তা আমার নাম রয়েছে। সর্বোশেষ মুক্তিযুদ্ধা চড়ান্ত তালিকায়ও ১৯০ নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। তার পরও একটি মহল আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এখন পায়তারা চালাচ্ছে। মুলত সাংবাদিকদের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে এই সংবাদ প্রচার করানো হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এক ব্যক্তির নাম ব্যবহার করে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে যে আবেদন করা হয়েছে। এ বিষয়েও আমি আইন ব্যবস্থা গ্রহন করবো। 

-বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা
সাবেক চেয়ারম্যান
৩ নং সৈয়দকাঠি ইউনিয়ন
বানারীপাড়া, বরিশাল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network