২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইস্পিডবোড দূর্ঘটনায় নিহত ব্যাবসায়ী আলাউদিনের লাশ দাফন :পরিবারের আহাজারী

আপডেট: মে ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় ঈদের পূর্বে স্ত্রী-সন্তানকে ঢাকার বাসায় রেখে বৃদ্ধ মা-বাবাকে দেখতে আসার পথে কাঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীতে ইস্পিডবোড দূর্ঘটনায় নিহত ব্যাবসায়ী মো. আলাউদিন বেপারীর দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বালিপাড়া গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। এসময় শোকার্ত পরিবারের আহাজারীতে ওই এলাকার মানুষ ছোখের জল ধরে রাখতে পারেনী। সোমবার কাঠালবাড়ি ঘাট সংলগ্ন মোল্লাবাড়ি স্কুল মাঠ থেকে আলাউদ্দিনের লাশ পরীবারের পক্ষ থেকে রিসিভ করেণ তার শশুর মো. হারুন ফরাজী ও বোন জামাই মো. আনোয়ার হোসেন। ওই দিন রাত ১১টায় আলাউদ্দিনের লাশ বানারীপাড়ার নিজ বাড়িতে নিয়ে আসামাত্র পরিবারের লোকজন ও পাশ^বর্তী এলাকার সাধারণ মানুষের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
এব্যপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো.সেলিম হাওলাদার যুগান্তরকে জানান, উপজেলার বালিপাড়া গ্রামের বৃদ্ধ মো.হাসেম বেপারীর ছেলে সদআলাপি ব্যাবসায়ী মো.আলাউদিন বেপারী (৩০) দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করে আসছিল। ঈদের পূর্বে আলাউদিন তার বৃদ্ধ মা-বাবাকে দেখতে সোমবার সকালে স্ত্রী-সন্তানকে ঢাকার বাসায় রেখে বাড়ি ফিরছিলেন। এসময় সে কাঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীতে ইস্পিডবোড দূর্ঘটনায় মারা যান। পরে পুলিশ প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে তার শশুর ও বোন জামাই সেখানে গিয়ে আলাউদ্দিনের লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন। এসময় ঢাকা থেকে তার স্ত্রী ও দুই শিশু পুত্রও তাদের সাথে এলাকায় চলে আসেন। তারা কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি জানান, আলাউদ্দিনের লাশ দাফনের জন্য সরকারী ভাবে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network