২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতিহাসের দ্বার উন্মুক্ত করছেন বঙ্গবন্ধু কন্যা : বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল সভা

আপডেট: জুলাই ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সুভাষ সিংহ রায় বলেছেন, বাংলাদেশের ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। এই ইতিহাসের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আজকের প্রজন্মের কাছে উন্মুক্ত করে দিয়েছেন কোনটি সঠিক এবং কোনটি বেঠিক ইতিহাস।

শুক্রবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের আয়োজনে ‘কারাগারে রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ’ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা এবং সিক্রেট ডক্যুমেন্টস যার ইতোমধ্যে সাতটি পর্ব প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি ঘটনার সিকুয়েন্স এ হুবহু মিল রয়েছে। এসময় তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও জীবনদর্শন নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা ও বঙ্গবন্ধুর জীবনাচরণ জানতে তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাঙ্গালী জাতির জন্য গর্বের। আর বর্তমান সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে উন্নয়ন ও নেতৃত্বের রোল মডেল হিসেবে পরিচিত; যা আমাদের জন্য গর্বের।

ভার্চুয়াল এই সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক সুপ্রভাত হালদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টিএসসির পরিচালক ড. খোরশেদ আলম।##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network