২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বললেন তামিম

আপডেট: জুলাই ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মাহমুদউল্লাহ রিয়াদ যে আর শুভ্র বসনে দেখা যাবে না তা একরকম নিশ্চিত।

যদিও মাহমুদউল্লাহকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে খোদ বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) কয়েকজন কর্মকর্তা।

তাকে জিম্বাবুয়ে থেকে দেশে এসে অন্তত আরেকটি টেস্ট খেলে অবসর নিতেও বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এদিকে ফর্মের তুঙ্গে থেকে টেস্টকে কেন বিদায় জানাচ্ছেন টাইগারদের টি-২০ অধিনায়ক, তা নিয়ে বিস্মিত দেশের ক্রিকেটমহলের অনেকেই।

তবে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানালেন ভিন্ন কথা।

মাহমুদউল্লাহর অবসরের সিদ্ধান্তকে ক্রিকেটের স্বাভাবিক প্রক্রিয়া বলেই মানেন এ ড্যাশিং ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু আগে বৃহস্পতিবার ভার্চুয়ালি গণমাধ্যমের মুখোমুখি হন তামিম।

মাহমুদউল্লাহর কথা উঠতেই তামিম বলেন, ‘আমার কাছে মোটেও এমন মনে হয়নি। এটা একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটাকে সম্মান জানাতে হবে। এখানে হ্যাংওভার বা হতাশ হওয়ার কোনোকিছু নেই। আমরা এ ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। তবে রিয়াদ ভাই অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য।’

মাহমুদউল্লাহর অবসরের রেশ ইতোমধ্যে টিম কাটিয়ে উঠেছে বলে জানান তামিম।

বলেন, ‘আমরা এখন দলের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি। এটা শুধু বলার জন্য বলছি না। আমাদের সঙ্গে থাকলে বুঝতেন আসলেই এটা নিয়ে আমরা একফোঁটা চিন্তিত না। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আর সামনেও বলার কিছু থাকবে না। যা হওয়ার হয়ে গেছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network