২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

দুমকিতে ফ্রী অক্সিজেন সেবা চালু করলেন- প্রকৌশলী কামাল হোসেন

আপডেট: জুলাই ২৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। বিশ্বব্যাপী করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এবার গ্রামে আঘাত হেনেছে। হাসপাতাল গুলোতে পর্যাপ্ত বেড ও অক্সিজেনের স্বল্পতা থাকায় বাসায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীর শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে অসহায় পরে যায় রোগী ও তার স্বজনরা। এ অবস্থায় দুমকি উপজেলাবাসীকে ‘ফ্রী অক্সিজেন সেবা’দিতে এগিয়ে আসেন দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, প্রকৌশলী মোঃ কামাল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করে সকলকে সহযোগিতার আহবান জানালে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠ এগিয়ে আসে। মেহের আমজাদ ফাউন্ডেশন, সৈয়দ আতাহার ফাউন্ডেশন, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন সহ বিভিন্ন ব্যাক্তির সহায়তায় দুমকিতে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা কার্যক্রম চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন রোগীকে এ সেবা প্রদান করা হয়। এরকম সেবা পেয়ে রোগীর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুমকিতে “ফ্রী অক্সিজেন সেবা ” কার্যক্রমের উদ্যোক্তা প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন অতি নিরবেই এ সেবা কার্যক্রম চালু করি। ঈদুল আজহার আগের দিন ও ঈদুল আজহার দিন ২ রোগীর বাড়িতে গিয়ে এ সেবা প্রদান করি। অক্সিজেনের প্রয়োজনে বিভিন্ন জন কল দিলে তাঁদের কে এ সেবা দিতে না পাড়ায় ব্যাথিত হই। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিত্তবানদের প্রতি আবেদন জানালে এগিয়ে আসেন সৈয়দ আতাহার ফাউন্ডেশন এর মোস্তাফিজুর রহমান লাবলুভাই, মেহের আমজাদ ফাউন্ডেশন ও দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন সহ আরও কিছু দানশীল ব্যাক্তি। আমি আশাকরি এ সংকট ময় মূহুর্তে আরও ব্যাক্তি ও সংগঠন এ কার্যক্রমের সাথে য়ুক্ত হবে। উল্লেখ গতবছর করোনা শুরু হলে তিনি মসজিদ গুলোতে হাত ধোঁয়ার জন্য পানির জের, সাবান বিতরন করেন। আজমত গ্রুপের সহায়তায় বিনামুল্যে মাস্ক, পিপি বিতরন করেন। প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনারের সহায়তায় কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network