২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

উচ্চ মাধ্যমিকের পরে শিক্ষা ডিসিপ্লিনে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ

আপডেট: আগস্ট ১৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ইনজামুল সাফিন
বিশ্বব্যাপী কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হচ্ছে নতুন নতুন ডিসিপ্লিন। সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে দক্ষ জনবল তৈরির জন্যই নতুন নতুন ডিসিপ্লিন সৃষ্টি করা হয়। শিক্ষাব্যবস্থায় কাজের বিস্তৃত সুযোগ থাকাতে এই সেক্টরে নতুন প্রজন্মের তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সর্বপ্রথম বিএড (অনার্স) কোর্স চালু হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজসমূহে (টিটিসি) শিক্ষায় উচ্চশিক্ষার ক্ষেত্র সবচেয়ে বিস্তৃত। দেশের ১৪টি টিটিসিতে ৪ বছর ৮ সেমিস্টার মেয়াদী ব্যাচেলর অব এডুকেশন (বিএড) অনার্স কোর্স করা যাচ্ছে। কোন কোনটিতে ১ বছর মেয়াদী মাস্টার্স কোর্সও চালু হয়েছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত সরকারি ও স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। অনেকেই আবার প্রশ্ন করে বসেন, বিএড (অনার্স) ও মাস্টার্স করে কি করবে? উত্তরটা সম্ভাবনার কথা বলে। বিএড অনার্স, মাস্টার্স কোর্স সম্পন্ন করে টিচার্স ট্রেনিং কলেজ(টিটিসি), প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), সেনা শিক্ষা কোর (এইসি), শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চাকুরীর সুবর্ণ সুযোগ রয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) তেও চাকুরির ক্ষেত্রেও শিক্ষা ডিসিপ্লিনের গ্রাজুয়েটদের অগ্রাধিকার দেয়া হয়।

১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজসমূহে ব্যাচেলর অব এডুকেশন (অনার্স) কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে সর্বোমোট আসন সংখ্যা- ১০১০টি

প্রতিষ্ঠান অনু্যায়ী আসন সংখ্যা নিম্নরুপ 👇
————————-
১। ঢাকা টিটিসি ১১০
২। ময়মনসিংহ টিটিসি ১০০
৩। সিলেট টিটিসি ১০০
৪। রংপুর টিটিসি ১০০
৫। কুমিল্লা টিটিসি ১০০
৬। বরিশাল টিটিসি ৫০
৭। খুলনা টিটিসি ৫০
৮। পাবনা টিটিসি ৫০
৯। রাজশাহী টিটিসি ৫০
১০। যশোর টিটিসি ৫০
১১। ফরিদপুর টিটিসি ৫০
১২। ময়মনসিংহ (মহিলা) টিটিসি ১০০
১৩। ফেনী টিটিসি ৫০
১৪। চট্টগ্রাম টিটিসি- ৫০

বাংলাদেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ২০১৯ অথবা ২০২০ সালে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সার্কুলারে উল্লিখিত নূন্যতম জিপিএ অর্জনকারী হওয়া সাপেক্ষে প্রার্থীরা আবেদন করতে পারবে।

ইনজামুল সাফিন
বিএড (অনার্স)
সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network