আপডেট: আগস্ট ১৭, ২০২১
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে সাময়িক কর্মহীন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আজাহার মৃধার ছেলে প্রাক্তন সরকারি চাকুরীজীবী মোঃ আলতাফ হোসেন মৃধা।
মঙ্গলবার (১৭ ই আগস্ট) বিকালে সুবিদখালী আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে বসে উপজেলার ৫টি কিন্ডার গার্ডেনের ৩০ জন শিক্ষক-শিক্ষিকাদের দুই হাজার টাকা করে উপহারস্বরূপ এ সহায়তা প্রদান করা হয়।
আলতাফ মৃধার পক্ষে শিক্ষকদের হাতে সহায়তার অর্থ তুলে দেন, সুবিদখালী আদর্শ কেজি স্কুলের সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মৃধা, কবি মোঃ হুমায়ুন কবির ও আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক আখতারুল আলম জাস্টিচ মৃধা প্রমুখ।