২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মির্জাগঞ্জে অমাবশ্যার প্রভাবে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে অমাবশ্যার জোঁ’র প্রভাবে স্থানীয় পায়রা, শ্রীমন্ত ও বেড়েরধন নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পায়রা ও শ্রীমন্ত নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বৃদ্ধি পেয়েছে। যার প্রভাবে দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের সিকদার বাড়ি সংলগ্ন বেড়েরধন নদীর তিনটি পয়েন্টে বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। তলিয়ে যায় পুকুর ও মাছের ঘেরসহ আমনের বীজতলা এবং আউশের ক্ষেত। এছাড়াও সুবিদখালী-জলিশা সড়ক উপচে পানির তীব্র স্রোত প্রবাহিত হওয়ায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে মানুষ ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় ইয়াশে ক্ষতিগ্রস্ত বেড়েরধন নদীর বাঁধ ও পার্শ^বর্তী এ সড়কটি এখন পর্যন্ত মেরামত না হওয়ায় প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জো’য়ে লোকালয় পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ফলে পুকুর ও মাছের ঘেরসহ আমনের বীজতলা, আউশের ক্ষেত ও রবি শস্যের ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয় এই এলাকার বাসিন্দাদের। এছাড়াও উপজেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তাটি পানির স্রোতে ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে অসুস্থ রোগী সহ জরুরী পণ্য পরিবহনে বিঘ্ন ঘটে। অনতিবিলম্বে এই বাধ ও রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তাঁরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং যেখানে বেড়িবাঁধ প্রযোয্য সেখানে বেড়িবাধ নির্মানের জন্য সংশ্লিষ্টদের বরাবর প্রস্তাব পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network