২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বানারীপাড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা: লম্পট বিশ্বনাথ রায় গ্রেপ্তার

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়য় ৫ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে বিশ্বনাথ রায় (৫২) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার ৪৫ দিন পরে ওই ছাত্রীর পিতা উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের বিমল রায় (৩৮) বাদী হয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) পাশ^বর্তী বাড়ির মৃত হরিপদ রায়ের ছেলে বিশ্বনাথ রায় (৫২) কে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে লম্পট বিশ্বনাথ রায়কে উপজেলার তেতলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিকাল ৩টার দিকে বাদীর বাড়ির পশ্চিম দিকের ফজলুর রহমানদের পেয়ারা বাগানের অদূরে ওই ছাত্রী নৌকায় বসেছিলো। বিশ্বনাথ রায় সে (ছাত্রী) কেন একা নৌকায় বসে আছে তা জানতে চায়। ছাত্রী জানায় তার সহপাঠি সম্রাট তাকে পেয়ারা খাওয়াতে বাগানে নিয়ে যাবে। এ কথা শুনে লম্পট বিশ্বনাথ রায় তাকে ভালো পেয়ারা খাওয়ানোর কথা বলে পেয়ারা বাগানে যেতে বলে। পিতার চেয়েও বয়সে বড় কাকার সাথে সরল মনে সে পেয়ারা খেতে যাওয়ার সম্মতি জানায়। বিশ্বনাথ নির্জন বাগানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। সে বিশ্বনাথের হাতে-পায়ে ধরলেও সে তার কামলালসা চরিতার্থ করতে জোরজবরদস্তি চালায়। পরে ওই নৌকা যোগেই বিশ্বনাথ তাকে তাদের বাড়ির পাশ্বর্বর্তী কালভার্টে নামিয়ে দিয়ে যায়। তবে নামিয়ে দেয়ার আগে সে এ ঘটনা কারও কাছে বললে তার পিতা-মাতা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সে হুমকির কারনে প্রথমে বিষয়টি কাউকে না জানালেও কয়েক দিন পরে মায়ের কাছে খুলে বলে । মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এতোদিন মামলা দায়ের করেনি বলেও জানাগেছে। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসী জেনে থানা পুলিশ ও সাংবাদিকদের অবহিত করে। এবিষয়ে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জাফর আহম্মেদ জানান, ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ রায়কে গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে এবং ভিটটিমকে উদ্ধার করে বরিশাল ওসিসিতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network