১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ভোলার ইলিশায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য এলাকাবাসীর মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা সদর প্রতিনিধি।।

ভোলা সদরের ইলিশায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুইচগেট বাজারে এই মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সলিমুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ নিজাম হাজী, মোঃ সালাউদ্দিন খলিফা, মোঃ সিরাজ, ডাক্তার মোঃ পারভেজ, মোঃ জাহের, মোঃ আলম, ফারুক কারী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনের পর দিন এই এলাকায় চোরের উপদ্রব বেড়েই চলছে, চোরের উপদ্রবে একটু সুখে-শান্তিতে ঘুমাতে পারছে না এলাকাবাসী, এলাকাবাসী যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য গণমাধ্যম কর্মিদের মাধ্যমে প্রশাসনের কঠোর তৎপরতা বৃদ্ধির জোড় দাবি জানাচ্ছি। এই এলাকার রাসেল চোরের চুরির কারনে এলাকার নিম্মশ্রেনীর পরিবার গুলোও নিঃস্ব হয়ে যাচ্ছে। গ্রামে একটা পরিবারে শুধু চলার মতো কিছু টাকা পয়সা সোনা গহনা থাকে সেই সামান্য টাকা পয়সা নিয়ে যায় এই রাসেল চোর, এই রাসেল চোরের পরিবারও চুরির সাথে জড়িত, যারাই এই চোরের শেল্টারদাতা বা যারা জড়িত আমরা সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই। এবং প্রশাসনের কঠোর তৎপরতার মাধ্যমে চোরদের গডফাদারকে বের করে আইনের আওতায় আনা হোক।

তারা আরো বলেন, আশাশুনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের কঠোর ভুমিকা জোড়দারে ভোলা জেলা পুলিশ সুপারের দৃস্টি কামনা করছি। যাতে করে আগামী দিনে এই এলাকায় প্রত্যেকটি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে নির্দ্বিধায় মানুষ বসবাস করতে পারে।

সুইচগেট বাজারের ব্যবসায়ীরা জানান, চোরচক্র যদি রাতের আধারে দোকানঘরের বেড়া কেটে টাকা ও মালামাল নিয়ে ঐ বয়ে, এই এলাকায় চুরির ঘটনা শুরু হওয়ার পর থেকে রাতে দোকানেই থাকি।

উল্লেখ্য, সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ঐ এলাকার এরশাদ নামক এক ব্যক্তির বাসায় রাতের আধারে টিন কেটে ঘরে ডুকে ওয়ারট্রপের খোলা ড্রয়ারে থাকা প্রায় ৮৭ হাজার টাকা, ১২ আনা ওজনের একটি স্বর্নের চেইন, ২ ভরি ওজনের তিন জোড়া কানের দুল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় তাহের, রাসেল ও জুয়েল নামে তিন চোরের নামে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তাহের নামক চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে চুরি মামলায় জেল হাজতে প্রেরন করে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network