২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

মহীসোপান নিয়ে ফের দ্বন্দ্বে ভারত-বাংলাদেশ

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:
বঙ্গোপসাগরের মহীসোপানে ভারতের দাবিতে আপত্তি জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বাংলাদেশ। দিল্লির আপত্তির কোনো আইনগত ভিত্তি নেই জানিয়ে, এ দাবি ধোপে টিকবে না বলেও মনে করছে ঢাকা। মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, এ বিষয়ে কমিশনের কাছে নিজেদের যুক্তিও তুলে ধরা হবে।

বঙ্গোপসাগরে বাংলাদেশের মহীসোপানের দাবির বিষয়ে জাতিসংঘে আপত্তি জানিয়েছে ভারত। সমুদ্রপৃষ্ঠের যে বেসলাইন ধরে ঢাকা মহীসোপান নির্ধারণ করেছে, তা ভারতের মহীসোপানের অংশ উল্লেখ করে বাংলাদেশের দাবিকে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানায় দিল্লি।

তবে ভারতের সে দাবিকে ভিত্তিহীন বলে পাল্টা চিঠি দিয়েছে বাংলাদেশও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম বলেন, সমুদ্রসীমা নিয়ে থাকা দ্বন্দ্ব মিটে গেছে ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে।

আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম মূল ভূখণ্ডের শেষ পয়েন্ট পুটনি দ্বীপ, দক্ষিণ ভাসানচর ও কক্সবাজার পর্যন্ত বেসলাইন টানে বাংলাদেশ। তবে পুটনি দ্বীপ নিয়ে আপত্তি জানিয়ে জাতিসংঘে চিঠি দেয় ভারত।

২০০৯ সালে সমুদ্রসীমা নির্ধারণে যে বেইজ পয়েন্ট নির্ধারণ করে ভারত, এর দুটি নিয়ে আপত্তি ছিল বাংলাদেশের। তার পাল্টা হিসেবেই দিল্লির এ আপত্তি বলেও মনে করছে ঢাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network