২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

১৫ দফা দাবিতে বরিশালে পণ্যবাহী যান চলাচল বন্ধ, বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ লাইন

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি
মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে বরিশাল জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। ফলে আজ থেকে ৩ দিন ১০ টি উপজেলায় চলাচল বন্ধ থাকবে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক সহ সব পণ্যবাহী যান।

মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি কাউন্সিলর অাজাদ হোসেন কালাম মোল্লা জানান, কর্মবিরতিকালীন অন্য জেলা থেকে আসা কোনো ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানকে প্রবেশ করতে দেয়া হবে না। তিন দিনের মধ্যে ফলপ্রসূ আলোচনা না হলে বরিশাল বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। এ অবস্থায় বাধ্য হয়েই ১৫ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বলে জানান নেতারা। ১৫ দফা দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মহাসড়কে চাঁদাবাজি শ্রমিক হয়রানি বন্ধসহ
গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি এবং পৌর টোলের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা।

দুপুরের দিকে বাবুগঞ্জ উপজেলার বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুর বিমানবন্দর মোড়ে ট্রাক বন্ধ করে এ সময় বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতা-কর্মীরা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি কাউন্সিলর অাজাদ হোসেন কালাম মোল্লা,
সাধারণ সম্পাদক অাসাদুজ্জামান ছালাম, কোষাধ্যক্ষ অাঃ হালিম চান,লাইন সম্পাদক সরোয়ার বিশ্বাস, শাহিন গাজী, হুমায়ুন কবির প্রমুখ।

দুপুরের পর মহাসড়কে পন্যবাহী যানবাহনের চাপ বাড়ায় ট্রাফিক পুলিশ বরিশালের উদ্ধর্তন কর্মকর্তারা এসে অান্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে ট্রাকগুলোকে শহরের মধ্যে নিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network