১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

৭ দফা দাবিতে তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী : বরগুনার তালতলীতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ৭ দফা দাবিতে পাওয়ার
চায়নায় কর্মরত তিন হাজারের অধিক শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
একইসাথে দাবি না মানার কারণে কর্মবিরতির ঘোষণা দেয়।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে
বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করেন। এ সময়
তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ফটকে থেকে শুরু করে প্রথম ফটকে শ্রমিকরা কয়েক ঘন্টা
মানববন্ধন, বিক্ষোভ ও দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি দেয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর প্রযন্ত শ্রমিকরা ৩ দিনের সময় বেঁধে
দিয়ে পাওয়ার চায়না কোম্পানির কাছে ৭ দফা দাবি জানিয়ে আসছিল তারা। সেখানে দাবি গুলো
হলো, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি করতে হবে ও অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ
মজুরি দিতে হবে। বিনা কারনে চাকরি থেকে ছাঁটাই ও প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে
এবং কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। নামাজের স্থান, বিশুদ্ধ খাবার
পানিসহ ৭ দফা দাবি ঘোষনা দেন। তিন দিনের মধ্যে দাবী না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে
কোম্পানি কর্তৃপক্ষের কাছে লিখিত দেন। এই দাবি মেনে না নেয়ায় সোমবার আন্দোলনে
বিক্ষোভ কর্মসূচি করেন। পরে কর্মবিরতির ঘোষণা দেন।
বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মোঃ জাফর বলেন, গত তিনদিন
অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দাবি না মানায় কর্মবিরতির চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তিন দিন
অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য
হয়েছে।
স্টিকোল কোম্পানির উৎপাদন ব্যাবস্থাপক মিঃ হাও দায়সারা বক্তব্য দিয়ে বলেন যদি
পাওয়ার চায়না কোম্পানি শ্রমিকদের দাবি মানে তাহলে আমরাও দাবি মানবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network