ডেস্ক রিপোর্ট:
বৃহৎ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যূনতম ১৫ শতাংশ হারে কর আদায় নিশ্চিতে এবং এসব প্রতিষ্ঠানের জন্য কর এড়ানো কঠিন করার লক্ষ্যে একটি বৈশ্বিক চুক্তিতে সম্মত হয়েছে ১৩৬ দেশ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওইসিডি জানিয়েছে, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা চুক্তিতে যোগ দেয়নি।
ওইসিডি বলছে, ন্যূনতম কর হার নির্ধারণের ফলে চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো বার্ষিক প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ নতুন রাজস্ব অর্জনে সক্ষম হবে। এবং বিভিন্ন দেশ বড় বহুজাতিক কোম্পানিগুলোর ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মুনাফার ওপর কর আরোপ করতে সক্ষম হবে