২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

রোম দূতাবাসে গভীর ভালোবাসা ও মমতায় ‘শেখ রাসেল দিবস’ পালিত

আপডেট: অক্টোবর ১৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ইতালি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় ১৮ অক্টোবর ২০২১, সোমবার বাংলাদেশ দূতাবাস, রোমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৮ তম জন্মবার্ষিকী-‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়| জুম প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো শহিদ শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, শেখ রাসেল-এর স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, শেখ রাসেলসহ তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত|
ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ শেখ রাসেল এবং ১৫ আগস্ট ১৯৭৫ রাতে নিহত সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন| শহিদ শেখ রাসেল-এঁর স্মৃতিচারন করে রাষ্ট্রদূত বলেন যে শেখ রাসেল বাংলাদেশের শিশুদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে| জনাব আহসান আরো বলেন যে, আজকের দিনের যে প্রতিপাদ্য, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস তা যথার্থই দিবসটির চেতনায় সাথে সঙ্গতিপূর্ণ|
দূতাবাসের কাউন্সেলর জনাব এ এস এম সায়েম অনুষ্ঠান সঞ্চালন করেন| অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন| কম্যুনিটির বক্তাগণ শহিদ শেখ রাসেল এর স্মৃতিরোমন্থন করে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানান|
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন এবং কম্যুনিটির সদস্যবৃন্দ জুম মাধ্যমে অংশ গ্রহণ করেন|

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network