২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

অসংক্রামক রোগ কমিয়ে আনতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি

আপডেট: অক্টোবর ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো
নাগরিকদের সুস্থ্য রাখতে এবং অসংক্রামক রোগ কমিয়ে আনতে নগরীতে শাক-সবজির যোগান বাড়াতে নগর কৃষি গাইডলাইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা, যা স্বল্প মূল্যে নগরবাসীদের প্রয়োজনীয় তাজা সবজির যোগান নিশ্চিত করতে হবে। বিপণন এবং বিতরণের ক্ষেত্রে ক্ষুদ্র/ভ্রাম্যমান বিক্রেতাদের সহযোগিতা প্রদান স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করতে হবে। পরিবহন, মজুত, বিপণনকারীদের স্থানীয় সরকারের লাইসেন্স ফি হ্রাস করা। এই দাবীতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চল, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, নগর উন্নয়ন অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থাকে স্মারকলিপি প্রদান করেছে বরিশাল সেভ দি কোস্ট্যাল পিপল-স্কোপ।
তারা আরো দাবী করেন কায়িক পরিশ্রমের পরিবেশ সৃষ্টিতে স্থানীয় সরকার কর্তৃক পৃথক নীতিমালা প্রণয়ন করা। মাশাল আর্ট, সাঁতার, সাইকেলিং এবং দেশী খেলাধূলার পরিবেশ সৃষ্টি করা। স্থানীয় সরকারের বাজেট খেলার জন্য বাজেট বরাদ্ধ করা। প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে খাস জায়গা খেলার জন্য সংরক্ষন এবং বরাদ্ধ করা। মাশাল আর্ট শেখানোর জন্য বিনামূল্যে জায়গা বরাদ্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা অষ্টম শ্রেনী পাশে সাঁতার কাটা এবং সাইকেল চালানোর দক্ষতা থাকা বাধ্যতামূলক করা। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা চাকরির ক্ষেত্রে খেলাধূলা, কায়িক পরিশ্রম, সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ততাকে মূল্যায়নের ব্যবস্থা করা।
তারা বলেন, বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা, ওজন এবং অপুষ্টি এ সবই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭ ভাগের কারণ অসংক্রামক রোগজনিত রোগ। এসডিজি’র লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশকে আগামী ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজিনত মৃত্যু ৩০ ভাগ কমিয়ে আনতে হবে। দ্রুত বৃদ্ধি পাওয়া নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অস্বাস্থ্যকর জীবনযাত্রা; অস্বাস্থ্যকর খাদ্য গৃহণের অভ্যাস; তাজা শাক-সবজি-ফল-মূল কম খাওয়া; শরীরচর্চা, ব্যায়াম বা পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব; অতিরিক্ত স্থুলতা; মাদক সেবন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার; পরিবেশ দূষণ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ। সম্প্রতি এই স্মারকলিপিগুলো প্রদান করা হয়েছে। ##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network