২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ব্যাটিং পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ !

আপডেট: অক্টোবর ২৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:
ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লে-তে ৩ উইকেটে ২৭ রান, ১২০ বলের খেলায় ৫২টা ডট। এই পরিসংখ্যানে কি ম্যাচ জেতা যায়? টপ অর্ডারের ব্যর্থতা আরো একবার দাড় করিয়েছে বিপদের মুখে। ওখানেই একরকম ম্যাচ হাতছাড়া টাইগারদের জন্য। আর পরিস্থিতি বুঝে শট সিলেকশনের গলদ লম্বা করেছে হতাশার তালিকা।

আবুধাবিতে পাওয়ার প্লে-র ভোগান্তি চরমে, ফিল্ড রেস্ট্রিকশনের ফায়দা নেয়া দূরের কথা, দ্রুত উইকেট হারিয়ে প্রতিপক্ষকে মোমেন্টাম উপহার দিয়েছে বাংলাদেশ। শুরুর ছয় ওভারেই ম্যাচ হেলে যায় ইংল্যান্ডের দিকে।

টেম্পারমেন্ট-স্কিলের দিকে তাকানো যাক, দুই বাউন্ডারিতে লিটন যখন এগিয়ে ছিলেন। মাথা খাটিয়ে মঈন আলি দিয়েছেন জবাব। লেন্হের হেরফেরে ফাঁদ তৈরি করেছেন, তাতে ধরা দিয়েছে লিটন।

অ্যাগ্রেশন ভালো, কিন্তু সাকিবের হাফ হার্টেড শটের কি মানে ওই সময়ে? ওটা যেন ক্লান্তির-ই বহিঃপ্রকাশ। ওই উইকেট, বাংলাদেশ ইনিংসের টার্নিং পয়েন্ট ধরাই যায়।
মুশফিকের কথাই ধরা যাক, দল যখন মহাচাপে, মুশি রিভার্স সুইপের ঝুঁকি নিলেন। প্রথমবার অল্পের জন্য বেঁচে গেছেন, মিলসের ওই ক্যাচটা হয়ে গেলে কি হতো?

রিভার্স খেলতে পরের চেষ্টায় ঠিকই আটকেছেন, যখন সেট হয়ে ভালো কিছু করা ছিলো বড্ড জরুরি। স্টাম্পের বলে এক্সট্রা ইনোভেশন, কি খুবই দরকার ছিলো?
টি-টোয়েন্টিতে স্কুপ-রিভার্স শটের প্রয়োজন আছে, নেট সেশনে সেটা শেখানোও হয়। কিন্তু কখন-কিভাবে কোন বলে তা করবেন, মুশফিক-মাহেদীরা কি আদৌ ধরতে পারছেন?

স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত বাংলাদেশ, ওই স্পিনেই যেন হাসফাঁস ছুটে যায়। মঈন-লিভিংস্টোনরাও তাই দাপট দেখাতে পারে ওদের বিপক্ষে। সবমিলিয়ে ৫২টা ডট বল টাইগার ইনিংসে, টি-টোয়েন্টি ম্যাচে এর চেয়ে খারাপ আর কি হতে পারে!

বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, অবশ্যই আমরা ব্যাটিং পারফর্মেন্সে হতাশ। ভালো উইকেট ছিলো, কোথাও কোন পার্টনারশিপ হয়নি। এ রকম কন্ডিশনে ভালো শুরু করতে না পারা, আরো কঠিন করেছে। নতুন কোরে ভেবে ভালো প্ল্যান নিয়ে আসতে হবে।

আদিশ রশিদকে দুই ছক্কা হাঁকানো নাসুম-ই তো দেখিয়ে দিলেন, ভয়ে গুটিয়ে থাকলেই পেয়ে বসে প্রতিপক্ষ। লড়াকু মানসিকতাই টপ লেভেল ক্রিকেটে জায়গা দিতে পারে!

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network