স্টাফ রিপোর্টার
দক্ষিণাঞ্চলের প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল ‘রিপোর্ট একাত্তর’ কে নিবন্ধন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখার আদেশে এই পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।
গত মঙ্গলবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো: শাহেনুর মিয়া ৮৯ নম্বর নিবন্ধনপত্রে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার এই অনলাইন পত্রিকার প্রকাশক সাইদুর রহমান পান্থ’র হাতে নিবন্ধনপত্রটি তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ।
রিপোর্ট একাত্তর নিবন্ধন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রী হাচান মাহমুদ, প্রতিমন্ত্রী ড. মো: মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিপোর্ট একাত্তরের সম্পাদক রিয়াজ হোসাইন, প্রকাশক সাইদুর রহমান পান্থ, নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, বার্তা সম্পাদক, রিপোর্টারবৃন্দ ও কলাকৌশলী।
রিপোর্ট একাত্তরের পাশে থাকার জন্য এই পোর্টালের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানিয়েছে রিপোর্ট একাত্তর পরিবার। ##