• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মানব সেবার প্রত্যয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭,৮,৯ এ প্রতিদ্বন্দ্বিতা করবেন মাকসুদা বেগম

report71
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১, ১৩:২৫ অপরাহ্ণ
মানব সেবার প্রত্যয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে  ৭,৮,৯ এ প্রতিদ্বন্দ্বিতা করবেন মাকসুদা বেগম

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের সেবার প্রত্যয় নিয়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আল হেলাল এর কন্যা মেঘনা লাইফ ইনস্যুরেন্স’র কর্মকর্তা মাকসুদা বেগম। রহমতপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের (লোহালিয়া, রাজগুরু,সিংহেরকাঠী,ওলানকাঠী) সাধারণ মানুষের সেবায় নিজেকে আতিœনিয়োগ করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও রহমতপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে ইতিমধ্যেই তিনি এলাকার মানুষের সাথে কুশল বিনিময়,উঠান বৈঠকের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রচারণা করে সময় পাড় করছেন। মাকসুদা বেগম এলাকার সজ্জন ব্যক্তি হিসেবে বেশ পরিচিত, যে কারণে এলাকার সবার আন্তরিকতায় আসন্ন নির্বাচনে সংরক্ষিত আসনে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাকসুদা বেগমের ছোট বোন বাবুগঞ্জের কৃতি সন্তান ও ঢাকা (উত্তর) যুব মহিলা লীগের সহ-সভাপতি সালমা আক্তার। তাদের পরিবার বাবুগঞ্জের অসহায় সাধারণ মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ কর যাচ্ছেন। করোনা মহামারিতে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেন মাকসুদা বেগমের পরিবারের সদস্যরা। এলাকায় অসহায় মানুষের বিপদে আপদে সহযোগিতা ও সামজিক কর্মকান্ডে অংশগ্রহন করায় জনগন মাকসুদা বেগমকে সংরক্ষিত আসন (৭,৮,৯) এর ইউপি সদস্য নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।