আপডেট: নভেম্বর ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জের রহমতপুরে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যানপদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের সেবার প্রত্যয় নিয়ে দ্বিতীয় বারের মত চেয়ারম্যানপদে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাবুগঞ্জ উপজেলার
রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান
আলহাজ্ব সরোয়ার মাহমুদ । সরকারী বরাদ্দ সুষম বন্টনের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করে প্রত্যহ সকাল থেকে রাত পর্যন্ত লোহালিয়া, রাজগুরু, সিংহেরকাঠী, ওলানকাঠী,রাজকর, ক্ষুদ্রকাঠী, খানপুরা, রামপট্রি, মহিষাদী, রহমতপুবাজার, বাবুগঞ্জ বাজার,খানপুরা এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। গনসংযোগকালে রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সরোয়ার মাহমুদ বলেন, ‘আনারস’ প্রতীক আমার ও আমার ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসার প্রতীক। আমি বিশ্বাস করি আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে রহমতপুর ইউনিয়নবাসী ‘আনারস’ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,এলাকার সর্বস্থরের মানুষের ভালোবাসা ও চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতেই দ্বিতীয় বারেরমত
চেয়ারম্যানপদে পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় এসেছি। আমি ওয়াদাবন্ধ, সাধারণ মানুষের সেবায় পূর্বেরমত নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ন সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকবো। রহমতপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো।