২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরিশালে নির্বাচনি আচরণবিধি ভাঙায় আটক ৯

আপডেট: নভেম্বর ২৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে সিদ্ধান্ত নেয়া হ‌বে।
নির্বাচন আচরণবি‌ধি লঙ্ঘন করায় ব‌রিশা‌লের মুলাদী ও বাবুগঞ্জ থে‌কে ৯ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
নির্বাচনি আচরণবিধি ভেঙে অযথা ঘোরাঘুরি করায় তাদেরকে আটক করা হয়।

আটক দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. রমজান বরিশালের বাকেরগঞ্জ ও মো. শুভ মুলাদী উপজেলার বাসিন্দা। তারা দুজনেই রহমতপুর ইউনিয়নে বহিরাগত। আর বাকি ৭ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবু সালেহ মো. ইশতিয়াক বলেন, ‘নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে বহিরাগতরা অযথা ঘোরাঘুরি করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।’

তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরিশাল বিভাগের ২৪টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) ফরহাদ সরদার জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৩ জন ও বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌হিরাগত ৬ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিষ‌য়ে পরবর্তী‌তে সিদ্ধান্ত নেয়া হ‌বে।
সূএঃ নিউজ বাংলা২৪.কম

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network