২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বাবুগঞ্জে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান মিলন মৃধাকে গণ-সংবর্ধনা

আপডেট: ডিসেম্বর ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাবুগঞ্জ উপজেলার শাখার পক্ষ থেকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলনকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধাবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ’র সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ সাইফুল ইসলাম মনোয়ার এর সঞ্চালণায় আমন্ত্রিত অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনিসুর রহমান শিকদার, কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) এর বাবুগঞ্জ শাখার চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাবুগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন স্বপন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতা জসিম উদ্দিন তালুকদার জুয়েল, মোঃ সোহরাব হোসেন, মোঃ তাজুল ইসলাম লিটন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মোঃ শামিমুজ্জামান খান, ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলম নয়ন, যুবলীগ যুগ্ন-সম্পাদক মোঃ কবির হোসেন, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল প্রমূখ। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তাধারা, দর্শন ও কর্মসূচিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা বাংলাদেশের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০১ সালে প্রতিষ্ঠা করেছিলেন ” বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” প্রতিষ্ঠিত একমাত্র সংগঠন “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ”। বর্তমানে ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪ শতাধিক উপজেলায় এই পরিষদের কমিটি রয়েছে। “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ঢাকাh বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network