বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বাবুগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) এর নব-নির্বাচিত চেয়ারম্যান বাবুগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মফিজুর রহমান পিন্টু সিকদার এর শপথ গ্রহন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলা বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন। শপথ গ্রহন ও পরিচিত সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিসুর রহমান শিকদার, বিআরডিবি’র সাবেক কর্মকর্তা মোঃ নজরল ইসলাম হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান সুরুজ শিকদার, ইউপি সদস্য মোঃ ওবায়দুল হক,মোঃ জিয়াদুল ইসলাম, যুবলীগ নেতা মেনন সরদার, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু, যুবলীগ যুগ্ন-সম্পাদক মোঃ হুমায়ুন কবির। এছাড়াও সমবায়ীরা উপস্থিত ছিলেন।