২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

সাবেক মেম্বার মনিন্দ্রনাথ মল্লিকের হামলায় আহত কৃষক নির্মল মল্লিক

আপডেট: ডিসেম্বর ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক (মেম্বর) বাবু মনিন্দ্রনাথ মল্লিক (৪৫)। গত ২ঠা ডিসেম্বর তার মেজো কাকার ছেলে নির্মল মল্লিক (৩৫) এর সাথে পারিবারিক জমিজমা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।কিছু সময় পরে দাঙ্গা হামলা সৃষ্টি হলে এতে নির্মল মল্লিক গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।জানা যায় বাবু মনিন্দ্রনাথ মল্লিক ও তারি ছোট ভাই জয় মল্লিক ঘরে ঢুকে এ হামলা করে। নির্মল মল্লিকের মা ও স্ত্রী থামাতে গেলে তাদেরও মারার চেস্টা ও হুমকি ধামকি করে।
এও জানা যায় মনিন্দ্রনাথ মল্লিকের দাদু মৃত ষষ্ঠী চরণ এর তিন ছেলে (মৃত-জ্ঞানেন্দ্রনাথ মল্লিক,নগেন্দ্রনাথ মল্লিক ও ধীরেন্দ্রনাথ মলিক)ভাইদের মধ্যে সমান ভাগে সম্পত্তি বন্টর হয়নি।
গত ২০১৬ সালে হারতা ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বর নিবার্চিত হন বাবু মনিন্দ্রনাথ মল্লিক।তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।২০২০ সালে হারতায় বসল ৩০ ধারা খতিয়ান সংশোধন কোড।জানা যায় মেম্বরি পাওয়ার খাটিয়ে তার ছোট কাকা ধীরেন্দ্রনাথ মল্লিক ও সুকুমার মল্লিকের জমির খাস জায়গা তার নামে মালিকানা রেকর্ড নিয়ে নিছে, সেই খাস জমি বা তার আসে পাসে জমি কোনিদিন মনিন্দ্রনাথ মল্লিক ভোগ দখল ছিল না।
এ নিয়েও গত ৫-৬ মাস আগে সুকুমার মল্লিকের চার ছেলে ও ধীরেন্দ্রনাথ মল্লিকের জেষ্ট ছেলের সাথেও কয়েক বার দাঙ্গা হামলা হয়। আরও জানা যায় মৃত-জ্ঞানেন্দ্র মল্লিক,নগেন্দ্রনাথ মল্লিক ও ধীরেন্দ্রনাথ মলিকের সরিকানা ২-৩ শতাংশ সম্পত্তি বিক্রি করার কথা বলে পাসের বাড়ির দিনমজুর সুধাংশু পাড় এর কাছ থেকে ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নেয় বাবু মনিন্দ্রনাথ মল্লিকের মেঝো ভাই সজল মল্লিক।দিনমজুর সুধাংশু পাড় জমির লেখাপড়ির কথা বলায় তাকেও ৩-৪ মাস আগে একই ভাবে মনিন্দ্রনাথ মল্লিক,সজল মল্লিক ও জয় মল্লিক সহ তিন ভাই মিলে মারধর করে।এখনো সেই বিচার ব্যাস্তা পাইনি বলে জানা গেছে।
বাবু মনিন্দ্রনাথ মল্লিকের মেঝো কাকা নগেন্দ্রনাথ মল্লিক ও ছোট কাকা ধীরেন্দ্রনাথ মল্লিকের কাছ থেকে জানা যায়, ধীরেন্দ্রনাথ মল্লিক ও তার স্ত্রী শেফালী মল্লিকে ও(৫০) মানসিক টরচারিং করে বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তার কিছু দিন বাদে তারাও মারধরের শিকার হয়।পূর্ব হারতায় সাধারণ জনগনের কাছে জানা যায় এ সমস্ত কার্যকলাপের জন্য কিছু দিন আগে মনিন্দ্রনাথ মল্লিকের বাবা জ্ঞানেন্দ্র নাথ মল্লিক বিশ পান করে আত্মাহত্যা করে মারা যান।পার্শ্ববর্তী সুধীর বড়ালের সাথেও জমিজমা নিয়ে দন্দ দাঙ্গা সৃষ্টি করে।পার্শ্ববর্তী বাড়ির মন্তব্য জাল ভোটে মেম্বর পদে নিবার্চিত হয়ে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ও সাধারণ মানুষের উপর জুলুম খাটিয়ে জামিজমা টাকা পয়সা আত্মসাৎ করে বাবু মনিন্দ্রনাথ মল্লিক, তারি ছোট দুই ভাইদের সহযোগিতায়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network