• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় কারাগারে ২ আসামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ০৪:৫৯ পূর্বাহ্ণ
বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় কারাগারে ২ আসামি

ডেস্ক, বরিশাল: বরিশালের গৌরনদীতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২ রাজমিস্ত্রিকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ তাৎক্ষণিক উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি পূর্ব শরিফাবাদ গ্রামের রাজমিস্ত্রি স্বপন সরদার (৪২), হাপানিয়া গ্রামের রাজমিস্ত্রি শামীম মিয়াতে (১৯) গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. শাহ্জাহান জানান, উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের দাদা কাশেম মোল্লার বাড়ি থেকে বই নিয়ে ওই ছাত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ফিরছিল।

পরে ওই ছাত্রী একই গ্রামের শামচু কবিরাজের গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর আসলে স্বপন সরদার (৪২), রাজমিস্ত্রির সহযোগী শ্রমিক শামীম মিয়া (১৯) পথরোধ করে। এ সময় ওই ২ রাজমিস্ত্রি তাকে জিম্মি করে জোরপূর্বক গ্যারেজের পেছনে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে স্বপন সরদার।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা বাদী মামলার করে। মামলার পর পূর্ব শরিফাবাদ গ্রাম থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

পরে বুধবার দুপুরে আসামিদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে।