মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার
২০-০৩-২০২২ইং সন্ধায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে সমপন্ন হলো ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ নাইট সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওয়াসিল উদ্দিন ফাইন্ডেশনের উদ্যোগে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় রোববার (২০ মার্চ) দিবাগত রাতে স্বাস্থ্যবিধি মেনে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় খেলাপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত থেকে টুর্নামেন্টের চুড়ান্ত খেলাটি উপভোগ করেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সভাপতিত্বে টুর্নামেন্টের শেষ পর্বে চ্যাম্পিয়ন এবং রানার আপ গ্রুপকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ।
ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ড কাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ সিজন-৫ এর চ্যাম্পিয়ন হেমায়েতপুর দক্ষিণ পাড়া একাদশ।