বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলপ’র আওতায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, সেলপ’র জেলা ব্যবস্থাপক জয়মালা মন্ডল, ডেপুটি ব্যবস্থাপক নিত্যানন্দ শীল, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, গারুড়িয়া চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইউম খান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদল তালুকদার, চরামদ্দি ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন খোকন প্রমুখ।