১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বালিতে জাতিসংঘের দুর্যোগ বিষয়ক সম্মেলনে যাচ্ছেন আভাস ইডি রহিমা সুলতানা কাজল

আপডেট: মে ২০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আগামী ২৩-২৮ মে ২০২২ ছয়দিন ব্যাপী ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের দুর্যোগ বিষয়ক সম্মেলন। ইন্দোনেশিয়ান সরকারের আমন্ত্রণে উন্নয়ন সংগঠন আভাস, সিএসও দের নেটওর্য়াক নাহাব ( NAHAB) এবং এ্যাকশন এইড বাংলাদেশ’র পক্ষে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন আভাস’র নির্বাহী পরিচালক, জনাব রহিমা সুলতানা কাজল। বাংলাদেশেসহ ১৪০টি দেশ থেকে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণও এ সম্মেলনে যোগ দিবেন।

দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য গ্লোবাল প্লাটফর্মের সপ্তম এই অধিবেশনটি আয়োজন করেছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস এবং ইন্দোনেশিয়ান সরকার। ইন্দোনেশিয়া সরকারের আমন্ত্রণ পেয়ে এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংগঠন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। বালি দ্বীপের নুসাডুয়া কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদ দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সেনদাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য গ্লোবাল মাল্টি-স্টেকহোল্ডার ফোরাম প্রতি বছর এ সম্মেলনের আয়োজন করে। এই প্ল্যাটফর্মে, সরকার, জাতিসংঘের সিস্টেম এবং সমস্ত স্টেকহোল্ডাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সাম্প্রতিক অগ্রগতি এবং প্রবণতা নিয়ে কথা বলবেন। এই সম্মেলনে দুর্যোগের ঝুঁকির গ্যাপগুলি চিহ্নিত করা হবে এবং সেনদাই ফ্রেমওয়ার্কের বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করার জন্য সুপারিশমালা গৃহিত হবে।

সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করার কথা। এ লক্ষ্যে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলো কাজ করছে। সম্মেলনে অংশগ্রহনকারী হিসেবে জনাব রহিমা সুলতানা কাজল বাংলাদেশের দুর্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকার ও এনজিওদের করনীয় এবং ওমেন লিড ডিজাস্টার রেসপন্স, ও লোকালাইজেশন ইজ দ্যা ওয়ে ফর রেজিলিয়েন্স নিয়ে বক্তব্য তুলে ধরবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network