আপডেট: জুন ১, ২০২২
আপডেট:
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন সভাপত্তিতে গলাচিপা উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কাজী আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও ) ডাঃ সাইফুল ইসলাম, গলাচিপা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ বাসার খন্দকার, গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিন মিয়া সহ গলাচিপা পৌর সভার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক গন । অনুমোদন ছাড়া সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ রাখার নির্দেশ দেন । এ সময় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি দাবি জানান গলাচিপা উপজেলায় ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা চর অঞ্চল সহ বিভিন্ন ইউনিয়নের ডায়াগনস্টিক বন্ধের জোর দাবি জানান।