২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

সল্প সময়ে ভূমি সেবা, প্রত্যাশায় জেলা প্রশাসক অলিউর রহমান

আপডেট: আগস্ট ১২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান বলেছেন কম সময়ে ভূমি সেবা পাবে জনগণ। তৃতীয় পক্ষ বা দালাল ছাড়াই জনগণ সরাসরি
যোগাযোগ করতে পারবে। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমি সেবা নিতে পারবে। জনগণের হয়রানি বন্ধে ডিজিটাল ভূমি সেবা যুগান্তকারী পদক্ষেপ। জনগণের খরচও কম হবে। দালালের পিছনে আর ঘুরতে হবেনা।

বৃহস্পতিবার (১১আগষ্ট) দুপুর আড়াইটার দিকে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
এর কার্যালয়ে “ডিজিটাল মনিটরিং এন্ড ডিরেক্ট পাবলিক হেয়ারিং সিস্টেম” ও “জীবন জমি ঘর”নামে আধুনিক সেবা পাওয়ার কার্যক্রমের
উদ্বোধন কালে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি আরও বলেন জনগণ সুফল পেতে শুরু করেছে। এসুফলের কার্যক্রম যেন মুখ থুবড়ে না পরে সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ-আল-মারুফ, স্থানীয় সুধিজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান এ উপজেলায় যোগদানের পর থেকে ভূমি সেবা সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে তার অফিস দালালমুক্ত করে সরাসরি তাদের সুপরামর্শ দিচ্ছেন। ইউনিয়ন ভূমি অফিসগুলো যেন সঠিকভাবে কাজ করে সেজন্য ইন্টারনেটের সাথে যুক্ত করেছেন। “ডিজিটাল মনিটরিং এন্ড ডিরেক্ট পাবলিক হেয়ারিং সিস্টেম” এর মাধ্যমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও
সাধারণ জনগণ তাৎক্ষনিকভাবে ভিডিও কলের মাধ্যমে সঠিক পরামর্শ ও সমাধান পাবেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে
অনুপস্থিতি ও সঠিকভাবে কাজ করে কিনা তাও মনিটরিং করা হবে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার জনগণ দুর-দুরান্ত থেকে ভূমি সেবা নিতে এসে বিশ্রাম করতে পারেন সেজন্য নির্মাণ করেন গোল ঘর। যার নাম দেওয়া
হয়েছে-জীবন জমি ঘর। এছাড়া এ ঘরে জনগণের ভূমি নিয়ে সমস্যার শুনানীও
করেন সহকারী কমিশনার (ভূমি)। জনগণের হয়রানী বন্ধ ও সহজ ভূমি সেবার জন্য সহকারী কমিশনার(ভূমি) জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি খাজনা-খারিজসহ যাবতীয় লেন-দেন রশিদ মূলে করার প্রথা চালু করেন।

এদিকে আইপি ক্যামেরা প্রসঙ্গে সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদ আল হাসান বলেন, এ ক্যামেরার মাধ্যমে সরাসরি ভিডিও কনফারেন্স করার সুযোগ রয়েছে এবং সার্বক্ষণিক ভিডিও ছাড়াও অডিও রেকর্ড হয়ে থাকে, যা মেমরি কার্ডে সংরক্ষণ করা যায়। ছবি ছাড়াও অডিও শোনা যাবে কিংবা হঠাৎ করে সরাসরি কথাও বলা যাবে। এছাড়া আইপি ক্যামেরার আরেকটি ভালো দিক হলো, এই ক্যামেরা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে পরিচালনা করা যায়। অনিয়ম, দুর্নীতি আর জনহয়রানি রোধে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ভূমি অফিসে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই আইপি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে উপজেলা ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিসগুলোর সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে। যেকোন প্রয়োজনে সরাসরি আইপি ক্যামেরায় যুক্ত হয়ে কর্মকর্তা কিংবা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলতে পারবো।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network