২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

দুই শিশুর ঠাঁই হয়েছে বেবি হোমে

আপডেট: আগস্ট ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি \ ভোলার সুপারি বাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশু পুত্র ও বরগুনায় ধর্ষণের ফলে জন্ম নেয়া কিশোরীর শিশু কন্যার ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়ার বিভাগীয় বেবী হোমে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, ভোলা জেলার একটি সুপারী বাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশু পুত্রকে শুক্রবার রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করা হয়। অপর দিকে বরগুনা জেলা সদর থানার ফুল চলুয়া গ্রামের ১৬ বছরের এক কিশোরী কন্যার মেয়ে শিশু তাইয়্যেবা (৪) কে শনিবার দুপুরে বেবী হোমে হস্তান্তর করা হয়েছে।
বিভাগীয় বেবী হোমের উপ-তত্ত¡াবধায়কের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, শুক্রবার রাতে নবজাতককে বেবী হোমে গ্রহন করা হয়েছে তবে এই সংক্রান্ত কাগজপত্র শনিবার দুপুর পর্যন্ত তার দপ্তরে পৌঁছায়নি। শনিবার দুপুরে বরগুনা সদর থানার ফুল চলুয়া গ্রামের ১৬ বছরের কিশোরীর মেয়ে তাইয়্যেবা (৪) কে বেবী হোমে গ্রহন করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বরগুনা জেলার সদর থানার ফুল চলুয়া গ্রামের সানু ফকিরের ছেলে জহিরুল (১৯) এক কিশোরীকে ধর্ষণ করে। এ সংক্রান্ত মামলায় ২০২০ সালের ৯ জানুয়ারি অভিযুক্ত জহিরুলকে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা ধর্ষকের পিতার নিকট থেকে আদায় করে ধর্ষিতাকে পরিশোধের আদেশ প্রদান করেন বরগুনা জেলা ও দায়রা জজ শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান। ওই আদেশে কিশোরীর গর্ভজাত সন্তান তাইয়্যেবার বিয়ে না হওয়া পর্যন্ত সরকার থেকে ভরণপোষণের দায়িত্বভার গ্রহনেরও আদেশ প্রদান করা হয়। আদালতের আদেশের পর ওই কিশোরী বরগুনা জেলা প্রশাসক ও জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি হাবিবুর রহমানের কাছে শিশু তাইয়েবার ভরণপোষণের দায়িত্ব গ্রহনের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক, জেলা প্রবেশন অফিসারের মাধ্যমে বরিশাল বিভাগীয় বেবী হোমে শিশু তাইয়েবাকে হস্তান্তর করেছে।
অপরদিকে শুক্রবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে সদ্যজাত পুত্র সন্তানকে পুলিশ উদ্ধার করে। সাধারণ ডায়রীর বরাত দিয়ে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বলেন, মোটরসাইকেলযোগে এক নারী ও পুরুষ পোটলা নিয়ে সুপারী বাগানের থামে। তারা পোটলা বাগানের মধ্যে ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়। দুর থেকে ঘটনাটি প্রত্যক্ষ করছিলো দালালপুর গ্রামের রাব্বি নামের এক যুবক। ওই যুবকের মাধ্যমে খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোটলার মধ্যে থেকে দুই থেকে তিনদিন বয়সী শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে অনৈতিক সম্পর্কের কারনে শিশুটির জন্ম হওয়ায় তাকে বাগানে ফেলে দেয়া হয়েছে। শিশুটিকে ফেলে যাওয়া ব্যক্তিদের সনাক্তের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network