আপডেট: অক্টোবর ৭, ২০২২
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের সাথে লেগে এক পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত: ১৫ জন।
আজ শুক্রবার (০৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসীর উদ্দীন সড়ক দূর্ঘটনায় হতা-হতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেলেও বাকী তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।
ওসি মো: নাসীর উদ্দীন জানিয়েছেন, চট্রগ্রাম ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাগেরহাটের মোংলায় যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা দেয়।
এতে গাছটি ভেঙ্গে গিয়ে বাসের সামনের অংশ দূমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুল আলীমসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।