২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

জিম্বাবুয়ের রাজার রাজকীয় জয়!

আপডেট: অক্টোবর ১৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। তুলনামূলক ছোট দলগুলো নিজেদের চেনাচ্ছেন নতুন করে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিকান্দার রাজার বিধ্বংসী ৮২ রানের ইনিংসের পর জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩১ রানের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো জিম্বাবুয়ে।

আজ সোমবার(১৭ অক্টোবর) বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় দুপুর ২ টায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মাত্র ২ টি বল সময় নেন লিটল। দলীয় ০ রানে চাকাভার বিদায় ঘটে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলীয় ৭৯ রানে চার উইকেট হারালে শঙ্কা জাগে অল্প রানে অলআউট হবার।

সেখান থেকে অনবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন সিকান্দার রাজা। এক প্রান্ত আগলে দেখে তুলে নেন ফিফটি। ৪৮ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৮২ রান করেছেন সিকান্দার। পঞ্চম উইকেটে শুম্বাকে সাথে নিয়ে করেন ৫৮ রানের জুটি। এরপর রায়ান বার্ল হতাশ করলেও জংওয়েকে সাথে নিয়ে জুটি গড়েন এই মারমুখী ব্যাটার। ম্যাচে রাজার ৮২ রানে ভর করে ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে ওয়েসলে মাধভেরের ব্যাট থেকে। শেন উলিয়ামসন ফিরেছেন ১২ রানে। মিলটন শুম্বা করেন ১৬ রান। শেষ দিকে ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন লুক জঙ্গি।

১৭৫ রানের বড় লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাটিংয়ে আসেন পল স্টার্লিং ও বালর্বিনি। স্কোরবোর্ডে কোন রান যুক্ত হবার আগেই নাগারভার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পল স্টার্লিং। এরপর নিজের দ্বিতীয় ওভারে টাকারকেও ফিরিয়ে দেন নাগারভার। নাগারভার তাণ্ডবলীলার সঙ্গী হোন মুজারাবানি। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড।

পঞ্চম উইকেট জুটিতে কার্টিস ক্যাম্পার ও ডকরেল জুটি বাঁধার চেষ্টা করলেও জুটি বড় হতে দেননি ব্যাট হাতে তাণ্ডব চালানো সিকান্দার রাজা। দলীয় ৬৪ রানে পঞ্চম উইকেট হারানো আয়ারল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি মুজারাবানি – চাতারাদের বিপক্ষে। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করলে ৩১ রানের জয় পায় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১৭৪/৭(২০ ওভার)
রাজা ৮২, মাদেভিরা ২২, জংওয়ে ২০*
লিটল ২৪/৩, সিমি সিং ৩১/২

আয়ারল্যান্ড ১৪৩/৯(২০ ওভার)
ক্যাম্পার ২৭, ডকরেল ২৪
মুজারাবানি ২৩/৩, নাগারভা ২২/২, চাতারা ২২/২

ফলাফল: জিম্বাবুয়ে ৩১ রানে জয়ী।
ম্যাচ সেরা:

জয় উল্লাসে জিম্বাবুয়ে দল

সিকান্দার রাজা (৮২ রান ও ১ উইকেট)

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network