৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি সাবেক কমিশনার সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সড়ক সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের স্মারকলিপি অতিভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে হৃদরোগ ঝুঁকি কমাতে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি গ্রেফতার রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ রংপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাহির হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে-গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

বরিশালের সন্তান দী‌প্তি সমাদ্দার দিপু এর ‘প্রিয় জন্মভূমি’

আপডেট: জানুয়ারি ১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বরিশালের সন্তান দী‌প্তি সমাদ্দার দিপু এর দেশাত্ন‌বোধক গা‌নের (প্রিয় জন্মভূমি) মোড়ক উ‌ন্মে‌চিন হ‌য়ে‌ছে। এই গানের এ্যালবামটিতে গীতিকার ও সুরকার ছিলেন দী‌প্তি সমাদ্দার দিপু। সম্প্রতি ঢাকার ছায়ানট সংস্কৃতি-ভবনে এক অনুষ্ঠা‌নের মধ্য দিয়ে এ মোড়ক উ‌ন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাসিনা মমতাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অরূপ রতন চৌধুরী, ভাস্বর বন্দোপাধ্যায় ও মাহমুদুল হাসান।

শিল্পী দীপ্তি সমাদ্দার দীপু বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। এই গান গুলিতে কন্ঠ দিয়েছেন লায়েকা বশীর, রেজাউল করিম, অরিত্রি সমদ্দার, বরিশালের মেয়ে বাঁধন বিশ্বাস, সঞ্চিতা তৃষা, নন্দিতা দিশা, আফরোজা রুপা, মিনহাজুল হাসান ঈমন, ফজলে রাব্বি রোমেল, রাবেয়া আক্তার পিউ, মাইদুল হক, সৌভিক বিশ্বাস সহ নতুন পুরোনো অনেক শিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন সঙ্গীতাচার্য ড. আলী এফ এম রেজোয়ান এবং ভিজুয়ালাইজেশনের কাজ করেছেন সমীরণ দেওয়ান।

দীপ্তি সমাদ্দার দীপু বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসে শ্রোতাদের মাঝে কিছু মৌলিক দেশাত্মবোধক গান উপহার দিতে পেরেছি বলে আমি আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত গুনীজন ও শ্রোতাদের ভালাবাসা আমাকে মুগ্ধ করেছে। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। সকলের ভালবাসা ও আশীর্বাদ পেলে ভবিষ্যতে আরো অনেক গান আপনাদের উপহার দেবো আশা রাখি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network