• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩, ১২:০৪ অপরাহ্ণ
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণ

বরিশাল ব্যুরো

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের নিয়ে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার’ সংক্রান্ত ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক ইসরাইল হোসেন ও উপাধ্যক্ষ বাবু সাহা।

মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নে শিক্ষা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে আসলে প্রাণ ভরে যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুমের সংকট রয়েছে। রুম সংকট শীঘ্রই দূরীকরণের পাশাপাশি পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে।##