আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ‘রাইট টু গ্রো’ প্রকল্পের আওতায় ম্যাক্স ফাউন্ডেশন-বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিও) এর বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সদস্যদেরকে ওয়াস, পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারের বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ এবং তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও মো. মাসুদ রানা, বিশ্বজিত রায়,সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ।
কর্মশালায় বক্তারা নাগরিকদের ওয়াস, পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।