আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬০জন কিষান কিষানি অংশ নেয়। বাংলাদেশের হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তন উপযোগী ফসল ব্যবস্থার নকশা প্রণয়ন ও উন্নয়ন দ্বিতীয় পর্যায়ের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহের কৃষি তত্ত্ব বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো.রমিজ উদ্দিন, ড.উত্তম কুমার সরকার,প্রশিক্ষণ সমন্বয়কারী মো.নাজমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.শাহ আলম।