আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩
রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ঃ
বাকেরগঞ্জ বোয়ালিয়া,তবিরকাঠী শিকদার বাড়ি নিবাসী, সাবেক রেল সচিব মোঃ মুনসুর আলী শিকদার এবং সাবেক এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব মোঃ মতিয়ার রহমান এর পিতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী, বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের ও বোয়ালিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাসেম শিকদার মঙ্গলবার দিবাগত রাত ২টায় “বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা” চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহে রাজিউন) মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার “বাদ আসর” বোয়ালিয়া নেছারিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনায় তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র জনাব মহিউদ্দিন, বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার, সাবেক উপজেলায় ভাইস চেয়ারম্যান হারুনর রশীদ জোমাদ্দার,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রোকনুজ্জামান ডাকুয়া, মনির হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক হারুনর রশীদ হাওলাদার,আউয়াল হোসেন হাওলাদার, উপজেলা শ্রমীকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, সাধারন সম্পাদক সাখায়েত হোসেন হাওলাদার, ইউ পি সদস্য কামাল হোসেন হাওলাদার, বিল্লাল সিকদার সহ দল মত নির্বিশেষে হাজারো ধর্মপ্রান মুসল্লীরা।