• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিজলাও ইটভাটাই অবৈধ মাটি কাটার শ্রমিকসহ টলার আটক

report71
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৩, ১৩:৪৩ অপরাহ্ণ
হিজলাও ইটভাটাই অবৈধ মাটি কাটার শ্রমিকসহ টলার আটক


হিজলা প্রতিনিধি।। ২৪ জনুয়ারি ভোরে সাড়ে ছয়টার দিকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, বিকাশ চন্দ্র দে, সংগীয় অফিসার ফোর্স সহ মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বড়জালিয়া ইউনিয়নের কাইসমারচরে নদীরতীর থেকে অবৈধভাবে ৯/১০ জন লোক মাটি কাটিয়া ট্রলারে উঠানোর সময় পুলিশের স্পীডবোট দেখতে পাইয়া দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শিপন বেপারী (২৫), পিতা- নওয়াব আলী বেপারী, সাং- বড়জালিয়া(মেঘনা বাজার সংলগ্ন), এলাকা থেকে গ্রেফতার করেন। আসামীর স্বীকারোক্তিতে তার সংগীয় আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করেন। মাটিভর্তি ট্রলারসহ অন্যান্য মালামাল জব্দ করিয়া জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান।