• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হিজলায় সৎ মায়ের গরম পানিতে ঝলছে তরুনের মৃত্যু।

report71
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৩, ১৩:৫০ অপরাহ্ণ
হিজলায় সৎ মায়ের গরম পানিতে ঝলছে তরুনের মৃত্যু।

হিজলা (প্রতিনিধি) বরিশাল ঃ বরিশালের হিজলা উপজেলায় সৎ মায়ের গরম পানি নিক্ষেপে ঝলছে গেছে সারা শরীর এমন অভিযোগ পাওয়া গেছে
ঘটনার ৫ দিন পরে তরুণের মৃত্যু। পাষণ্ড সৎ মা আত্মগোপনে

জানা যায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাউশিয়া গ্রামের নুরুল ইসলাম মীর এর প্রতিবন্ধী ১৪ বছরের ছেলে সাইদুল ইসলামের শরীরে সৎ মা উনি জানুয়ারি ক্ষিপ্ত হয়ে সাইদুল ইসলামের শরীরে গরম পানি নিক্ষেপ করে।

এ ঘটনা সৎ মা কাউকেই জানাতে দেয়নি সাইদুলের বাবা পেশায় একজন জেলে রুটি রোজগারের জন্য নদীতে মাছ ধরতে নদীতে যায়। দশ দিন পরে বাড়িতে ফিরে দেখে তার ছেলে দগ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে। তখন সাইদুলের বড় ভাই এবং আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করে।

নিহত সাইদুলের বড় ভাই সিদ্দিকুর রহমান ২৩ জানুয়ারি হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সাইদুলকে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে। ২৪ জানুয়ারি সকাল সাতটার দিকে সাইদুল মৃত্যুবরণ করে।

এ ঘটনায় সাইদুলের বড় ভাই সিদ্দিক জানায় তার বোন তানজিলা বাড়িতে ছিল এবং রান্না ঘরে যখন তার সৎ মা খাদিজা বেগমকে গরম পানি করতে দেখে। তখন তানজিলা মাকে জিজ্ঞেস করে কেন গরম পানি কর তখন তিনি কিছুই বলেননি।

হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানাই নিহত সাইদুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে