• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশের চেতনা

report71
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৫:০৪ অপরাহ্ণ
একুশের চেতনা

এ এইচ মারুফ

লাল সবুজের এই পতাকা
সে তো একুশের ই চেতনা
সালাম,রফিক,শফিকের রক্ত
সে তো স্বাধীনতার প্রেরণা

মিছিলে বিক্ষোভে রাজপথ অবরোধ
সে তো বাংলা মায়ের ডাক
মাতৃভাষা বাংলা চাই
সে তো আমজনতার হাঁক

ছাপান্ন হাজার বর্গমাইল আমার
সে তো এক মানচিত্র
আমার মায়ের মুখের ভাষা
সে তো পরম অমৃত

সবুজ ও শ্যামল এ বাংলাদেশ
সে তো আমার ভালোবাসা
সম্প্রীতি,বন্ধন, সার্বভৌমত্ব
সে তো মোদের আশা