আপডেট: মে ৮, ২০২৩
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। বানারীপাড়া উপজেলার চাখারে সেনা সদস্যের বিরুদ্ধে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করার অভিযোগে বানারীপাড়া থানায় মামলা দায়ের হয়েছে।
কলেজ শিক্ষার্থীর মা সাহানাজ বেগম বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সেনা সদস্য মোঃ রবিন সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৪১/২৩ ।
অভিযোগ সূত্র জানা যায়, উপজেলার চাখার
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লিটন সিকদার’র ছেলে সেনা সদস্য রবিন সিকদার একই বাড়ির মাসুদ সিকদার’র চাখার সরকরী ফজলুল হক কলেজের এইচ এস সির ১ম বর্ষের শিক্ষার্থীর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে।
বার বার রবিন সিকদার’র প্রস্তাব, বাড়াবাড়ি ও পথে ঘাটে বিরক্ত করার এক পর্যায়ে কলেজ শিক্ষার্থী রবিনের সাথে সম্পর্ক গড়তে বাধ্য হয়। বিষয়টি শিক্ষার্থীর পরিবার জানতে পেরে রবিনের পরিবারকে অবহিত করে এবং রবিনকে এ পথ থেকে ফিরে যেতে অনুরোধ করে। কিন্তুু অভিভাবকদের চোখের আড়ালে কলেজ শিক্ষার্থী ও রবিন তাদের সম্পর্ক অব্যহত রাখে।
গত ২৬ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিয়ের জন্য আলোচনার কথা বলে সেনা সদস্য রবীন তাকে বাড়ির পিছনের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
এদিকে মেয়ের পরিবার ২৪ এপ্রিল বানারীপাড়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। সে অনুযায়ী কলেজ শিক্ষার্থীর মা সাহানাজ বেগম বাদী হয়ে রবিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ এর সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। সেনা সদস্য রবিন কুমিল্লা ক্যান্টনমেন্টে সংযুক্ত রয়েছে। রবীনের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইন চার্জ এসএম মাসুদ আলম জানান, একটি ধর্ষণ মামলা হয়েছে। আমরা তদন্ত করছি।