• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কানে ট্রলের শিকার ঐশ্বরিয়া

report71
প্রকাশিত মে ১৯, ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ণ
কানে ট্রলের শিকার ঐশ্বরিয়া

প্রথম দুদিনে বলিউডের অনেকেরই দেখা মিলেছে লালগালিচা হয়ে ভারতীয় প্যাভিলিয়নে। কিন্তু দেখা মিলছিল না বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাইকে। অবশেষে উৎসবের তৃতীয় দিনে এসে চমকে দিলেন সবাইকে।

১৮ মে বিকালে (কানের স্থানীয় সময়) লালগালিচা যেন আরও গাঢ় হয়ে ধরা দিল। যথারীতি এবারও ঐশ্বরিয়া দেখালেন ফ্যাশন চমক। যেমনটা গত তিন দিনে ধরা পড়েনি।

দুদিন কান হোটেলে অনেকটা নিভৃতে থেকে বিস্ফোরক হয়ে ধরা দেওয়ার মতোই ছিল ঘটনাটি। ঐশ্বরিয়া এদিন হাজির হলেন কালো-রুপালি লম্বা গাউন গায়ে জড়িয়ে। গাউনের সঙ্গে ম্যাচ করে বচ্চনবধূ মাথা ঢেকেছেন ভিন্নমাত্রার এক হুডিতে। সঙ্গে কোমর বরাবর লম্বা একটা ব্ল্যাক বো।

তবে ঐশ্বরিয়ার এমন লুক দেখেও নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়লেন না। একজন লেখেন— ‘ওই রকম অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’

অপর একজন লেখেন, ‘বোরকা পরেছে নাকি? ওটা কী ধরনের পোশাক?’

কেউ কেউ আবার ঐশ্বরিয়াকে জাপানি পুতুল বলেও ট্রল করেন। তবে গুণমুগ্ধরা অবশ্য ঐশ্বরিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ঐশ্বর্যের এই লুক হিট না মিস তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে কানের মঞ্চে ঐশ্বর্য বরাবারই কাঙ্ক্ষিত। ভাবতে অবাক লাগলেও ২০০২ সাল থেকে একটানা ২১ বার কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন রাই সুন্দরী।