আপডেট: জুন ৪, ২০২৩
বৃহস্পতিবার (২জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এসব কম্বাইন হারভেস্টার বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন- উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মামুন হাং।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন কৃষি ও উদ্ভবিদ সংরক্ষণ ও সম্প্রসারণ অফিসার খোকন রায় প্রমুখ।
নলছিটি উপজেলা চেয়ারম্যান বলেন, সরকারি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এ কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে ঘণ্টায় ১ বিঘা জমির ধান, কাটাই-মাড়াই করতে পারবে এবং অতিরিক্ত ফসল ঘরে তুলতে পারবে, এতে শ্রমিক সংকট দূর হবে।
কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৩ লক্ষ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন পাঁচটি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।