আপডেট: জুন ৫, ২০২৩
বরিশাল সিটি নির্বাচন: নৌকার প্রার্থীর সাথে আলোচনা সময়কালে যুবলীগ নেতা মিজান
তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শুরু থেকেই বরিশালের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণায় অংশগ্রহন করেন। তিনি প্রত্যাহ দিনভর বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে ,ওয়ার্ডে পাড়া মহল্লায় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে গনসংযোগ অব্যহত রেখেছেন । বিভিন্ন এলাকার ভোটারদের সাথে মত বিনিময় করে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন।
নৌকার পক্ষে প্রচারণায় কালে মিজানুর রহমান এ শহর উন্নয়নে সবাইকে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানান ।
মিজানুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন সরকারের সকল উন্নয়ণ কর্মকান্ডে এদেশের মানুষ সরকারের ওপর আস্থা রেখেছে। তাই বরিশাল সিটি কর্পেরেশন নির্বাচনে নৌকাকেই বিজয়ী করবে এ শহরের জনগণ।